Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ কলেজ অধ্যক্ষ গ্রেফতার

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর মোহনপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য ও মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালকে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাঁড়ইল গ্রামের আবদুর রহমানের ছেলে মৌগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল (৪০), বাকশিমইল গ্রামের আফছার আলীর ছেলে ল্যাংড়া হাবিবুর রহমান (৩২), স্ত্রী রোখসানা বেগম (২৮) দীর্ঘদিন ধরে ইয়াবার রমরমা ব্যবসা করে আসছিল।
গতকাল সোমবার গোপনসংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ল্যাংড়া হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালকে গ্রেফতার করে। পুলিশের অভিযানের সময় ব্যবসায়ী ল্যাংড়া হাবিবুর রহমান ও স্ত্রী রোখসানা বেগম বাড়িতে ছিল না। তাদের আটকের চেষ্টা চলছে।



 

Show all comments
  • ২৬ জুলাই, ২০১৭, ১১:০৭ এএম says : 0
    সারা বাড়ি তল্লাশি করে বাড়ির এক কোনায় এক পুটলি ইয়াবা পাওয়া আমাদের দেশের চৌকস পুলিশ সদস্যের জন্য কোন ব্যাপার???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ