পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা ঃ সরিষাবাড়ীর একমাত্র জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান (ঝিনাই ফিলিং স্টেশন) শুক্রবার বিকেলে নতুন আঙ্গিকে উদ্বোধন হলো। এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এ জেড মোরশেদ আলম, সহকারী কমিশনার (ভ‚মি) ফিরুজ আল মামুন, সরিষাবাড়ী উপজেলা যুবদলের সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন, জামালপুর জেলা তৃণমূল বিএনপির সদস্য সচিব মো. রুহুল আমীন সেলিমসহ (বেলজিয়াম সেলিম) স্থানীয় বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
ঝিনাই ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. আনোয়ারুল কাদির তালুকদার তুহিন জানান, সরিষাবাড়ীর মাটি ও মানুষের কথা ভেবেই আমি বন্ধ থাকা ঝিনাই ফিলিং স্টেশনটি চালু করতে যাচ্ছি। সরিষাবাড়ীবাসীর দোয়া থাকলে যথাযথভাবে সেবা দিতে সক্ষম হবো। এলাকাবাসী জানায়, জেলার মধ্যে সরিষাবাড়ী একটি সর্বাধিক প্রসিদ্ধ একটি উপজেলা। এখানকার যানবাহন চালক ও মালিকদের কষ্ট দুরূহ, অবস্থা খুবই খারাপ।
যেখানে দু-তিনটি তেলের পাম্প থাকা দরকার সেখানে একটি মাত্র পাম্প, তাও আবার বিভিন্ন সমস্যার কারণে বৎসরে ছয় মাস বন্ধ থাকে। এ অবস্থার কথা ভেবেই সমাজসেবক আনোয়ারুল কাদির তালুকদার তুহিন বন্ধ থাকা তেলের পাম্পটি যৌথ মালিকানাধীন হিসেবে পরিচালনা করতে যাচ্ছেন। অপর শেয়ারহোল্ডার নেক জাহান ইসলাম সায়মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।