Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বর্ণিল আয়োজনে আসিসিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১:৩৪ এএম, ১১ এপ্রিল, ২০১৭

বৃহস্পতিবার ছিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। জমকালো ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা মিলনায়তনে আয়োজন করা হয় আনন্দঘন এক মিলনমেলার। তাতে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠানটির দুই বছর পূর্তি উদযাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। ওই সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কোষাধ্যক্ষ এবং কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সানের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, দ্য ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, আইসিসিবির হেড অব মার্কেটিং এম এম জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হেড অব মার্কেটিং এবং হেড অব অপারেশন এম এম জসিম উদ্দিন। দুই বছরের সফল পথপরিক্রমায় ১৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানায় আইসিসিবি। রাতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ-আয়োজন। তারপর জমজমাট সংগীতানুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর। শুরুতে মঞ্চে ওঠেন শিল্পী কুমার বিশ্বজিৎ। গানে গানে মাতিয়ে রাখেন গোটা প্রাঙ্গণ। শেষ পর্বে গান গেয়ে শোনান আঁখি আলমগীর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মঞ্চে ওঠেন এ শিল্পী। তখন দর্শকশ্রোতারা তুমুল করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদযাপন

২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ