Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে মাদ্রাসার তালা ভেঙে ৩ লাখ টাকা ও প্রজেক্টর চুরি

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার তালা ভেঙে প্রায় প্রায় ৩ লাখ টাকা এবং প্রজেক্টর চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান জানান, মাদ্রাসার প্রহরী রাত ৩টার দিকে মাদ্রাসা অফিসের তালা ভাঙা ও দরজা খোলা অবস্থা দেখতে পেয়ে আমাকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। গিয়ে দেখা যায়, মাদ্রাসার ৪টি আলমিরার ২১টি ড্রয়ার ভাঙা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চুরি করে প্রায় ৩ লাখ টাকা ও সরকার থেকে প্রাপ্ত প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। উক্ত মাদ্রাসার সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ