Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ছয় বছর পর হুমায়ূন আহমেদের গল্পে শবনম পারভীন

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সাহিত্যিক, নাট্যকার, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের গল্পে ছয় বছর পর অভিনয় করলেন অভিনেত্রী শবনম পারভীন। হুমায়ূন আহমেদ রচিত ‘জহির কারিগর’ নাটকে অভিনয় করছেন তিনি। এর আগে এটি হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন। আর এবার এটি নির্মাণ করেছেন তারই সহকারী ইব্রাহীম। এপ্রিলের প্রথম সপ্তাহে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে গাজীপুরের নুহাশ পল্লীতে। এদিকে বহুদিন ধরে চলচ্চিত্রে অভিনয় করলেও কখনো চলচ্চিত্রে আইটেম সং-এ পারফরম্যান্স করেননি তিনি। বশির আহমেদ পরিচালিত ‘আমার কোন টেনশন নাই’ চলচ্চিত্রে খলনায়িকা চরিত্রে অভিনয়ের পাশাপাশি শবনম পারভীন নিবেদিতা মৌর গাওয়া একটি আইটেম সং-এ পারফরম্যান্স করেছেন। সম্প্রতি এর শুটিংও সম্পন্ন করেছেন তিনি। দুটি ভিন্ন ধরনের কাজ প্রসঙ্গে শবনম পারভীন বলেন, ‘হুমায়ূন স্যারের অনেক নাটকে, চলচ্চিত্রে অভিনয় করেছি। স্যার দর্শকের কাছে আমার ভিন্ন ধরনের গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন। তাই স্যারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। স্যারের তুরুপের তাস নাটকে সর্বশেষ অভিনয় করেছিলাম। এরপর ২০১২ সালে স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। আর কোনো কাজ করার সুযোগ পাইনি আমি। এবার স্যারের রচনায় জহির কারিগর নাটকে অভিনয় করতে পেরে অনেক আনন্দিত আমি। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে। পাশাপাশি আমি প্রথমবার চলচ্চিত্রের একটি আইটেম সং-এ পারফর্ম করেছি। অনেক কষ্ট করে মন দিয়ে কাজটি করেছি। আশাকরি আমার পারফরম্যান্স দর্শকের ভালো লাগবে।’ ‘জহির কারিগর’ নাটকটি আসছে পহেলা বৈশাখে চ্যানেলে আইতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয়

২৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ