Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাগ্যশ্রীর ছেলের বলিউড অভিষেক

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অ্যাকশন কমেডি ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ চলচ্চিত্রের জন্য খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানির। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে অনুরাগ কাশ্যপের ফ্যান্টম ফিল্মসের ব্যানারে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন অনুরাগের দীর্ঘদিনের সহকারী বাসান বালা, তিনি ‘দেব ডি’ থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতাটির সঙ্গে কাজ করছেন। তিনি ২০১২তে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ‘পেডলার্স’ পরিচালনা করেছিলেন।
নতুন এই চলচ্চিত্রে রাধিকা মদনেরও অভিষেক হবে। “বাসান বালা চমৎকার হাস্যরস সমৃদ্ধ একটি দুর্ধর্ষ মার্শাল আর্টস ফিল্মের কাহিনী লিখেছে। এমনটি এর আগে কখনও দেখা যায়নি। এটি এমনই স্থানীয় মেজাজের আর এতোটাই আনকোরা যে সবাই বিস্মিত হবে,” অনুরাগ কাশ্যপ বলেন।
চলচ্চিত্রটি প্রযোজনা করতে পের অনুরাগ সন্তোষ প্রকাশ করছেন। “আমরা ফ্যান্টমের তরফ থেকে আশা করছি পাগলামি ভরা চরিত্রদের নিয়ে এটি একটি অদৃষ্টপূর্ব ফ্র্যাঞ্চাইজ হবে,” তিনি আরও বলেন।
তামিল তারকা বিজয় সেঠুপাটি চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ ভ‚মিকায় আছেন। চলচ্চিত্রটির বাকি সব তথ্য গোপন রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক

২ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ