Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিট আলোচনার সীমারেখা নির্ধারণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট

ব্রিটেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি না করার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিট আলোচনার সীমারেখা নির্ধারণ করেছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। দুই বছরব্যাপী ব্রেক্সিট আলোচনায় ব্রিটেনকে যেসব বিষয়ে ছাড় দেয়া হবে না, সীমারেখায় তা নির্ধারণ করা হয়েছে। ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ব্রাসলসকে চিঠি পাঠায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে। একই সময়ে জোট ত্যাগের শর্তাবলি চূড়ান্তকরণ ও ইইউর সঙ্গে ভবিষ্যত্ সম্পর্ক নির্ধারণকারী আলোচনা চালানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে বিচ্ছেদের শর্তাবলি চূড়ান্ত হওয়ার আগে ব্রিটেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য চুক্তি না করার আহŸান জানান জোটের শীর্ষ নেতারা। নেতাদের এ আহŸানের সঙ্গে একমত পোষণ করে ইপি। মের এ পদক্ষেপের পর ব্রেক্সিট আলোচনার প্রস্তুতি হিসেবে একটি খসড়া নির্দেশিকা প্রণয়ন করে ইইউ। খসড়া নির্দেশিকায় জানানো হয়, জোট ত্যাগের সময় পাওনা অর্থ পরিশোধ করতে হবে ব্রিটেনকে। এছাড়া জোটের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদের শর্তাবলি, উত্তর আয়ারল্যান্ড সীমান্ত ও ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকদের অবস্থান নিশ্চিত করার পরই বাণিজ্য চুক্তি-বিষয়ক আলোচনা শুরু করা হবে। সেসঙ্গে জোট ত্যাগের পর বাণিজ্য চুক্তি-বিষয়ক আলোচনার জন্য সর্বোচ্চ তিন বছর অন্তর্বর্তীকালীন সময় দেয়া হবে ব্রিটেনকে। অনুমোদনের জন্য নির্দেশিকাটি জোটভুক্ত বাকি ২৭টি দেশের রাজধানীতে পাঠান ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রধান ডোনাল্ড টাস্ক। তবে ২৯ এপ্রিলে অনুষ্ঠেয় সম্মেলনের পূর্বে খসড়া নির্দেশিকায় চূড়ান্ত অনুমোদন প্রদান করবে না সদস্য দেশগুলো। এদিকে সদস্যদের অনুমোদনপ্রাপ্তির লক্ষ্যে ইপির নির্ধারিত সীমারেখা গতকাল স্ট্রাসবুর্গে পার্লামেন্টের সদর দপ্তরে উত্থাপন করা হয়। ইউরোপীয় পিপলস পার্টি (ইপিপি), সোস্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস অ্যালায়েন্স এমনকি এএলডিই লিবারেলসরাও পার্লামেন্টের নির্ধারিত সীমারেখার প্রতি সমর্থন ব্যক্ত করে। সীমারেখা নির্ধারণের মধ্য দিয়ে জোটভুক্ত প্রতিষ্ঠান হিসেবে ইপিই প্রথম ব্রেক্সিট আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ গ্রহণ করল। ইপির প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানি জানান, ব্রিটেনের জোট ত্যাগের শর্তাবলি নির্ধারণ একটি কঠিন ও জটিল প্রক্রিয়া। পার্লামেন্টের এ ভোটাভুটির মধ্য দিয়ে জটিল এ প্রক্রিয়ার সূত্রপাত হলো বলে জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টের সবচেয়ে বড় রাজনৈতিক দল ইপিপির প্রধান ও মেম্বার অব পার্লামেন্ট (এমইপি) মানফ্রেড ওয়েবার জানান, আলোচনার আগে জোটের ঐক্যবদ্ধতার বিষয়টি স্পষ্ট করতে চায় ইপি। সাংবাদিকদের তিনি বলেন, লন্ডনের এটা বোঝা উচিত, জোটের মধ্যে কোনো ধরনের ফাটল ধরানো সম্ভব নয়। ইপির নির্ধারিত সীমারেখা ডোনাল্ড টাস্কের খসড়া নির্দেশিকাকে আরো জোরদার করবে বলে মনে করেন ওয়েবার। এদিকে গতকাল জোটের আচরণকে মাফিয়াদের সঙ্গে তুলনা করেন ব্রিটিশ এমইপি নাইজেল ফারাজ। স্ট্রাসবার্গে পার্লামেন্টের অধিবেশনে ফারাজ বলেন, ব্রেক্সিট আলোচনায় ‘প্রতিহিংসাপরায়ণ’ দাবি উত্থাপন করে জোরপূর্বক তা পূরণ করার চেষ্টা চালাচ্ছে ইইউ। এএফপি, ইনডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাণিজ্য

২৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ