Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে শিক্ষক বরখাস্ত

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে নয়ন হোসেন নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক স্কুল শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্কুল কমিটি অভিযুক্ত শিক্ষক মশিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করেছে। আহত মো: নয়ন হোসেন এসসিএম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও চাদবা গ্রামের হযরত আলীর ছেলে। আহত মো: নয়ন জানান, সকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মশিয়ার রহমান তার পড়া ধরেন। নয়ন পড়া না পারায় শিক্ষক বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে নয়নের কান মলে দেয়। নয়ন এতে বাধা দিলে শিক্ষক তাকে বেদম মারধর করেন। এতে নয়ন আহত হয়। নয়নের পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। নয়নের বোন ফাহমিদা আক্তার জানান, তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের কাছে বিচার দিলেও কোনো ফল পায়নি বরং প্রধান শিক্ষকের সামনেই অভিযুক্ত শিক্ষক মশিয়ার রহমান তাদের অকথ্যভাষায় গালিগালাজ করে। বিচার না পেয়ে তারা বুধবার দুপুরে শিক্ষককের শাস্তির দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, অভিযুক্ত শিক্ষক ছাত্রকে মেরে ভুল করেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমন জানান, বুধবার দুপুরে আহত নয়ন একটি লিখিত অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যকে উপজেলায় তলব করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ