Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দেবিদ্বারে ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদন্ড

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

দেবিদ্বার উপজেলা সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বারে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় গতকাল বুধবার রাকিবুল ইসলাম (১৮) ও সাকিল হোসেন (১৮) নামের দুই বখাটের তিন দিন করে বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বুধবার সকালে অভিযান চালিয়ে বিদ্যালয়ের গেইট থেকে ওই দুই বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হলোÑ দেবিদ্বার পৌর এলাকার পশ্চিম ফতেহাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম ও গুনাইঘর গ্রামের আলম সরকারের ছেলে শাকিল হোসেন। তাদেরকে দেবিদ্বার থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ