পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : জমকালো আয়োজনে শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডার জুয়েলারি ফেয়ার। গতকাল হোটেল ওয়েস্টিনের বলরুমে এ মেলার উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই’র পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। আগরওয়ালা বলেন, এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে মেলায় এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকষর্ণ করতে বাধ্য। তিনি আরো বলেন, যারা বিয়েসহ অন্যান্য আয়োজনে কেনাকাটার জন্য বিদেশমুখী হন তারা অন্তত একবারের জন্য হলেও আমাদের মেলায় আসবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। ক্রেতাদের হাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারি ও লাইফ স্টাইল পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে প্রথম আইএসও সার্টিফাইড জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। বাড়তি আকর্ষণ হিসেবে মেলায় প্রতিটি কেনাকাটায় ক্রেতার পাবেন ডায়মন্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি ও লাইফ স্টাইল প্রোডাক্টের এর উপর আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন পুরস্কার জেতার সম্ভাবনা। মেলার শেষ দিনে থাকছে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে সাত এপ্রিল ২০১৭ পর্যন্ত। মেলা শুরু হবে প্রতিদিন সকাল ১১টায়। এছাড়াও নববর্ষ ১৪২৪-কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহূর্তকে ভালোবাসার রং এ রাঙিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড-এর প্রতিটি শোরুমে চলছে বৈশাখী ঝড়ে অফার! ডায়মন্ড জুয়েলারির উপর ৩১ শতাংশ ছাড় এবং চোখ ধাঁধানে নতুন নতুন গহনার সমারোহ। অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।