মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দীর্ঘ ৩০ ঘণ্টা অভিযানের পর মুক্ত হয়েছে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় হায়াত হোটেল। নিরাপত্তাবাহিনীর গুলিতে সশস্ত্র উগ্রপন্থী গোষ্ঠী আল-শাবাবের বন্দুকধারীরা নিহত হয়েছেন বলে জানিয়েছে সোমালিয়া সরকার। নিরাপত্তা বাহিনীর কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার প্রায় ৩০ ঘণ্টা পর হোটেলের অবরোধ শেষ হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় জনপ্রিয় হায়াত হোটেলের কাছে দুটি বিস্ফোরণ ঘটায় আল-কায়েদার সহযোগী সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের সদস্যরা। এরপরই হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। হামলায় কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন লোক। নাম প্রকাশ না করার শর্তে কমান্ডার এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনী অবরোধ শেষ করেছে এবং বন্দুকধারীরা মারা গেছে। তিনি আরও যোগ করেন যে, হোটেল ভবনে কোনো বিস্ফোরক রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে ও পরিষ্কার করা হচ্ছে। রাষ্ট্র পরিচালিত সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি টুইটবার্তায় বলেছে যে, নিরাপত্তা বাহিনী ভবনটির ৯৫ শতাংশ সুরক্ষিত করেছে। এর কয়েক ঘণ্টা পরই পূর্ণ মুক্ত করার খবর দিয়েছে এএফপি। সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি একটি হোটেল কক্ষের ভিতরে ধ্বংসস্ত‚প এবং জানালা দিয়ে উড়িয়ে দেওয়া একটি সৈনিকের একটি ছবি প্রকাশ করেছে এবং আরেকটিতে দেখানো হয়েছে যে, একটি ক্রেন একজন সৈনিককে তিনতলা ভবনের উপরের তলায় তুলে নিয়ে যাচ্ছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।