Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ১৫টি বাড়িতে হামলা বোমা বিস্ফোরণ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে কমপক্ষে ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় বিক্ষুদ্ধরা অন্তঃত ১০টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার বর্তমান চেয়ারম্যান এজাজ আকনের সাথে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বরের নির্বাচনী বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই মঙ্গলবার এজাজ আকন গ্রæপের ইসমাইল মাতুব্বর, নুরুজ্জামানসহ প্রায় দুই শতাধিক লোক প্রতিপক্ষ আহসান মাতুব্বরের বাড়িসহ ১০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় আহসান মাতুব্বরের বসতঘর, খবির মাতুব্বরের দুটি বসতঘর, কবির মাতুব্বরের বসতঘর, নিমাই মাতুব্বরের দোকান, জরুলের দোকান, আজিজুল সরদারের বসতবাড়িসহ ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এসময় তাদের ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে। এঘটনায় মামুন মাতুব্বর, মনজু বেগম, সজিবসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে চেয়ারম্যান এই ঘটনাকে জমি সংক্রান্ত ঘটনার জের বলে দাবি করেছে। সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকা পরিদর্শন করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ