বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের আবাসিক কোয়ার্টারে আড়াইমাস বন্দি থাকা ১২বছর বয়সের কন্যা শিশু সাদিয়াকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিশুটিকে ফ্লাটে বন্দী রেখে শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারসহ তিনজনের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার শিশুটিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হলে তার ওপরে আড়াইমাস ধরে চলা নির্যাতনের ঘটনার বর্ননা দিয়ে ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি দেয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম শিশুটির জবানবন্দি রেকর্ড করেন।
মামলার আসামিরা হলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাহানার নাজনীন (৪২) তার স্বামী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার খান মোহাম্মদ আলী এবং শিশুটিকে ফুঁসলিয়ে তাদের কাছে দিয়ে আসা অজ্ঞাত একজন মহিলা (৪০)। তবে আসামীদের মধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই তাপস দত্ত জানান, মঙ্গলবার বিকেল ৪টায় মামলার তদন্তভার পেয়েছি। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।