Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেড। গতকাল প্রায় ৬৬ কোটি টাকা লেনদেন করে শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে সিটি ব্যাংকের ১ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৫৩৪টি শেয়ার ৪ হাজার ১৭০ বার লেনদেন হয়। যার বাজার দর ৬৫ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার টাকা। সারাদিন কোম্পানির শেয়ার দর ৩৮.৮০ টাকা থেকে ৪১.৫০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৪১.০০ টাকায় লেনদেন হয়। গতকাল কোম্পানির ক্লোজিং দর ছিল ৩৮.৫০ টাকা, আর আজকে শেয়ারটির দর ক্লোজিং হয় ৪১.১০ টাকা। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২.৫০ টাকা বা ৬.৪৯ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে লংকাবাংলা ফাইন্যান্স ৪১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালের ৩৯ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক ৩১ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা, একমি ল্যাবরেটরিজ ২৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা, জিপি ২৬ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা, জিপিএইচ ইস্পাত ২৫ কোটি ৬৩ লাখ ৬১ হাজার টাকা, আইডিএলসি ফাইন্যান্স ২৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা, স্কয়ার ফার্মা ২৪ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা এবং বেক্সিমকো ২১ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ