Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সার থেকে ফিরেই সেঞ্চুরি!

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারও দমিয়ে রাখতে পারলো না ইংলিশ ক্রিকেটার মাইকেল কারবেরিকে। ক্যান্সারকে জয় করে আবারো মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। আর মাঠে ফিরে নিজের প্রথম ম্যাচেই হাঁকালেন অসাধারণ এক সেঞ্চুরি।
ক্যান্সার থেকে মুক্তি পেলেও আবারো প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় ছিলেন। সেটিরও অবসান ঘটে এপ্রিল মাসে। কার্ডিফের বিপক্ষে হ্যাম্পাশায়ারের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১২১ বলে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন। তাঁর শতরানের ভেতর ছিল ১৭টি চারের মার। তাঁর দল প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করে।
গেল বছরের জুলাইতে টিউমার ক্যান্সার ধরা পড়ে কারবেরির। পুরো ২০১৬-১৭ মৌসুমটা খেলতে পারেননি তিনি। ডিসেম্বরেই ক্যান্সার থেকে মুক্তি পান তিনি। ক্রিসমাসের আগে বার্বাডোজের বিপক্ষে মৌসুম শুরুর আগে প্রাকটিস ম্যাচে ভালো ফর্ম ধরে রেখেছিলেন সাবেক এই ইংলিশ ওপেনার।
হ্যাম্পাশায়ারের বিপক্ষে ম্যাচে নামার আগে তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন কারবেরি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার পরিবার, ক্লাব এবং সমর্থকসহ সারা পৃথিবীর মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সাহস যুগিয়েছেন এবং খারাপ সময়টায় পাশে ছিলেন। এটা আমি আজীবন মনে রাখবো।’ ইংল্যান্ডের হয়ে মাত্র ৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন কারবেরি। ২০১৩-১৪ এশেজ মৌসুমে ৫টি টেস্ট খেলেছিলেন। ওই সিরিজের তিনিই ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যান্সার

৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ