Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফায়ার সার্ভিসে রক্তাক্ত পলাশী মঞ্চস্থ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, পিএসসি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও কবি নাসির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন লে. কর্ণেল মোহাম্মদ মোশারফ হুসেন, পিএসসি, পরিচালক (প. উ. প্র.)। স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের উপর বক্তব্য রাখেন মো. হারুন-উজ-জামান ভ‚ঁইয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) ও মো. আতাউল হক, প্রকল্প পরিচালক। সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী উমা খান ও বুলবুল মহলানবীশ। আলোচনা সভার পর একাত্তরের নির্মম গণহত্যার উপর ভিত্তি করে মিয়াজান কবীর রচিত ও পরিচালিত ‘রক্তাক্ত পলাশী’ নাটকটি মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন রেখা রানী গুণ, বজলুর রশিদ বাবুল, রায়হানুল আশরাফ হোসেন, খুরশিদ আনোয়ার, রবিউল আল-আমিন, মিয়াজান কবীর, শামসুন্নাহার সুইটি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফায়ার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ