পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন বাজারে নিয়ে এসেছে রিভার্স ওসমোসিস প্রযুক্তির ‘স্পেশাল এডিশন ওয়াটার পিউরিফায়ার’। সম্প্রতি আরএফএলের প্রধান কার্যালয়ে এ নতুন ওয়াটার পিউরিফায়ারের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। বুধবার (৬জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভিশনের নতুন এ পিউরিফায়ারের সর্বোচ্চ খুচরা মূল্য ৭,৯০০ টাকা। ভিশন এম্পোরিয়াম, ভিশন এক্সক্লুসিভ, আরএফএল বেস্ট বাইসহ অনুমোদিত ডিলারের মাধ্যমে সারাদেশে পাওয়া যাবে ওয়াটার পিউরিফায়ারটি।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পানের কোনো বিকল্প নেই। বিশুদ্ধ পানির অভাবে দেশে পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দেয়। পানিশোধন যন্ত্র বিশুদ্ধ পানি যোগানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, আরএফএল গ্রুপ সবসময় মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের সামর্থ্যরে ভেতরে গুনগত মানসম্পন্ন পণ্য বাজারে আনে। বর্তমানে বাজারে ওয়াটার পিউরিফায়ারের ব্যাপক চাহিদা রয়েছে। সে চাহিদাকে বিবেচনা করে আমরা বাজারে এনেছি সাশ্রয়ী মুল্যের এ ওয়াটার পিউরিফায়ারটি।
ভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা মো. নুর আলম বলেন, এ ওয়াটার পিউরিফায়ারে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সর্বশেষ পানি বিশুদ্ধকরণ রিভার্স ওসমোসিস প্রযুক্তি, যা দিবে পরিপূর্ন বিশুদ্ধ পানির নিশ্চয়তা। ভিশনের বিশেষ সংস্করণের এ পানিশোধন যন্ত্রটি প্রতি ঘন্টায় ১৫লিটার পানি পরিশোধিত করে এবং কার্টিজ পরিবর্তনে ৬০০০ লিটার বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেয়। শুধু তাই নয়, এর ওয়াটার চেম্বারটি ৪ লিটার পর্যন্ত পানি ধারণ করতে পারে।
অনুষ্ঠানে ভিশনের হেড অফ মার্কেটিং রকিব আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মাহাদী হাসান ও রিফাত হাসানসহ কোম্পানির উধ্বর্তন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।