Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর জন্য আইপিডিসি ফাইন্যান্সের ‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, নারীদের জন্য নিয়ে এসেছে তিনটি দারুণ অফারসহ ‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বাংলাদেশে নারীর ক্ষমতায়নের উন্নয়নে একটি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।
‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইনের অধীনে তিনটি অফার হলো নারীদের যেকোনো সেবার জন্য একটি নিবেদিত রিলেশনশিপ ম্যানেজার, অটো লোনের সাথে নারীদের জন্য ব্র্যাক ড্রাইভিং স্কুলে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ এবং ১০ লাখ টাকা অথবা এর অধিক একটি লোন অথবা ডিপোজিটের সাথে দু’জনের জন্য হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে কমপ্লিমেন্টারি ডিনার।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে আমরা নারীর ক্ষমতায়নকে সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে নারীদের আর্থিক স্বাধীনতার বিষয়টিকে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে নিয়েছি। ‘লেডি আনবাউন্ড’ ক্যাম্পেইনের অধীনে আমাদের সব ধরনের পণ্যে নারীবান্ধব অফার নিয়ে আসার মাধ্যমে আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ