Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গিবাদের পেছনে জামায়াত ও বিএনপি মদদ দিচ্ছে -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আশ্রয়ের জন্য জঙ্গিরা মিরসরাইকেও বাছাই করে নিয়েছিল। কিন্তু জঙ্গিদের স্থান মীরসরাইয়ের মাটিতে কখনও হবে না। জঙ্গিবাদের পেছনে জামায়াত ও বিএনপি মদদ দিচ্ছে। তিনি পৌর এলাকার বাড়ি মালিকদের উদ্দ্যেশে বলেন, বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়ার ছবি, বিস্তারিত ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করে রাখবেন এবং যাচাই করে নিবেন। তা হলে জঙ্গি আপনাদের বাড়িতে আশ্রয় পাবে না তেমনি আপনারাও বিপদে পড়বেন না। গতকাল রোববার ২টায় মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, এদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে নির্বাচনও সুষ্ঠু হয় তার প্রমাণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে। ওই নির্বাচনে খালেদা জিয়াকে আসতে হবেই। এছাড়া তার সামনে আর কোন পথ খোলা নেই। তিনি আরো বলেন, অচিরেই মীরসরাই হবে সিঙ্গাপুর। মীরসরাইয়ের অর্থনৈতিক জোন বাস্তবায়িত হওয়ার কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে, এতে ৫ লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে। যার ফলে মীরসরাইতে আর কোন লোক বেকার থাকবে না এবং বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পজোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান এই জনবান্ধব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগণের শান্তি নিশ্চিত করা, আর বিএনপি সরকারের আমলে গাছ লুট, মাছ লুট, জনগণের সর্বস্ব আত্মসাৎ হয়।
জনসভা পৌর আওয়ামী লীগের সভাপতিও পৌর মেয়র গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশীষ কুমার চৌধুরী, মীরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, সিরাজদ্দৌলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, যুগ্ম-আহ্বায়ক নুরুল আফছার সেলিম, মীরসরাই পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তৌফিকুর রহমান, যুগ্ম-সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য তানভীন হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মীরসরাই পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল ফায়হাত সংগ্রাম, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মীরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান রিফাত প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার প্রথম প্রশাসক আজহারুল হক চৌধুরী নওশা মিয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ১ নং করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কমিশনার জহির উদ্দিন, শাখের ইসলাম রাজু প্রমুখ। ইতিপূর্বে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চাঁদপুর গোভনীয়া ঢালা সড়ক ও মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ