Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ব্যাংকে আগুন বৈদ্যুতিক গোলযোগে : ফায়ার সার্ভিস

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকে আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে লেগেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ব্যাপক আলোচিত এই অগ্নিকন্ডের এক সপ্তাহ পর গতকাল তদন্ত কমিটির প্রধান ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস তাদের প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “প্রতিবেদন আজ (রোববার) সকালে আমরা তৈরি করেছি। আমাদের মহাপরিচালক স্যারকে প্রতিবেদনটি দিয়েছি।” অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে সমরেন্দ্র বিশ্বাস বলেন, “যা বলেছি তাই। ওই যে অগ্নিকান্ডের পরপরই আমরা (ফায়ার সার্ভিস) বলেছি যে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে, ওটাই রাইট।” আগুনের সূত্রপাত প্রসঙ্গে বলেন, “ওখানে কেটলি রেখে পানি গরম করা হত। মূলত আগুন ওখান থেকে লাগে।” বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অগ্নি দুর্ঘটনা এড়াতে কয়েকটি সুপারিশও করেছে তদন্ত কমিটি। তা বাহিনীর মহাপরিচালক জানাবেন বলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমরেন্দ্র জানিয়েছেন।
গত ২৫ মার্চ রাতে বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৪ তলায় অগ্নিকান্ড ঘটে। এর তদন্তে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করেছিল। অগ্নিকান্ডে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পোড়েনি বলে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন, আগুনে মালামাল পুড়ে ৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ই-মেইল হ্যাকড হওয়ার খবর প্রকাশের মধ্যে এই অগ্নিকান্ড নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ