প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব খান আতাউর রহমান। তারই যোগ্য উত্তরসূরী রুমানা ইসলাম। তার কণ্ঠে দেশের গান ‘হায়রে আমার মন মাতানো দেশ’ একটি কালজয়ী গান। সেইসাথে তারই কণ্ঠে দেশের গান ‘যদি আর দেখা নাই হয়’, ‘ভালোবাসি মাগো তোকে’, ‘সবুজ পাতায় সোনা রোদের ঝিকিমিক’ও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সেই রুমানা ইসলাম এবারই প্রথম বৈশাখের গান নিয়ে আসছেন শ্রোতা দর্শকের মাঝে। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। গানের কথা হচ্ছে ‘নতুন দিনের নতুন আলো রাঙ্গা নতুন সাজ, নাগর দোলায় দুলছে যেন সবারই মন আজ’। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। এরইমধ্যে ফরিদ আহমেদ’র স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়ে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আলমগীর এবং এর কোরিওগ্রাফি করেছেন ফারহানা চৌধুরী বেবী। মিউজিক ভিডিওটিতে রুমানা ইসলামের সঙ্গে পারফর্ম করেছেন ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’র শিল্পীরা। গত ২৮ মার্চ মিউজিক ভিডিওটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। রুমানা ইসলাম বলেন, ‘পহেলা বৈশাখে সবার মাঝে বৈশাখী আনন্দ ছড়িয়ে দিতেই এই গানটি গেয়েছি। সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে গানটিতে নতুন দিনের নতুন আশা, নতুন স্বপ্ন’র ছবি আঁকা হয়েছে। নতুন করে নতুন প্রেম, নতুন সুখের প্রত্যয়ের কথাও আনা হয়েছে। সবমিলিয়ে চমৎকার কথার অসাধারণ সুর এবং সঙ্গীতায়োজন হয়েছে। আমিও যথেষ্ট আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছি। মিউজিক ভিডিওটি অনেক যত্ন নিয়ে করা হয়েছে। যারা আমার সঙ্গে পারফর্ম করেছেন তারাও খুব ভালো করেছেন। সবমিলিয়ে গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’ রুমানা ইসলাম জানান, আগামী ৭ এপ্রিল থেকে ইউটিউবে গানটি পাওয়া যাবে। গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, ‘আমার প্রতিটি কাজ আন্তরিকতা নিয়ে করি। যেহেতু এটি বৈশাখের গান তাই স্বাভাবিকভাবেই গানটির প্রতি ভালোবাসা, আন্তরিকতা ছিল একটু বেশি। রুমানা ইসলাম অনেক আবেগ দিয়ে, দরদ দিয়ে গানটি গেয়েছেন। আমার মনে হচ্ছে, এবারের বৈশাখে এটি একটি দৃষ্টান্তমূলক বৈশাখী গান হবে।’ উল্লেখ্য, রুমানা ইসলামের সর্বশেষ একক অ্যালবাম ছিল রবীন্দ্র সঙ্গীতের ‘সখা প্রাণের মাঝে আয়’। তার সর্বশেষ মিউজিক ভিডিও ছিল ‘ইচ্ছে যদি না থাকে অনিচ্ছেতেই থেকো’। এছাড়া তার আগে ‘তোমায় গান শুনাবো’ এবং ‘পুরোনো সেই দিনের কথা’ রবীন্দ্র সঙ্গীতের মিউজিক ভিডিও দুটি বেশ প্রশংসিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।