Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক মহাগুরু

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মহাগুরু’। রিজওয়ান খান-এর রচনা ও কায়সার আহমেদ-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র প্রমুখ। মহাগুরু এমজি, আসল নাম মহব্বত আলী। পাঁচ বছর আগে এমএ পাস করে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ভালো একটা চাকরির সন্ধানে। কিন্তু টানা তিন বছর শত চেষ্টা করেও চাকরি পায়নি মহব্বত। মহব্বতের বাবা গ্রামের স্বচ্ছল কৃষক। একমাত্র ছেলেকে নিয়মিত টাকা পাঠান। মহব্বতের মনে অনেক কষ্ট, কারণ বরিশাল থেকে আসার সময় বাবাকে কথা দিয়ে এসেছিল, নিজের পায়ে দাঁড়াবে মহব্বত। ঢাকায় বিভিন্ন শ্রেণীর মানুষের বিচিত্র পেশা সম্পর্কে অভিজ্ঞতা আছে মহব্বতের। অভিজ্ঞতা কাজে লাগিয়ে মহব্বত নিজেই বিচিত্র পেশা বেছে নেয়, তা হলো ‘জ্ঞান বিক্রি করা’। ভাড়া করা দু’রুমের ফ্ল্যাটে বিশাল লাইব্রেরি গড়ে তুলে মহব্বত। গত দুই বছর সে হাজার হাজার বই পড়ে নানান বিষয়ে জ্ঞান অর্জন করেছে। গত ছয় মাস ধরে সে জ্ঞান বিক্রি করছে। ইতোমধ্যে চৌদ্দজন বেকার যুবক মহব্বতের কাছ থেকে জ্ঞান নিয়ে তা ব্যবহার করে স্বচ্ছলভাবে জীবন চালাতে পারছে।



 

Show all comments
  • Md Rashidul Islam ২৬ এপ্রিল, ২০১৭, ৫:১৬ পিএম says : 0
    খুব চমৎকার একটা নাটক ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ