বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ হতে হবে। গতকাল (শনিবার) নগরীর রহমতগঞ্জস্থ জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন, কৃতী ও মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র বলেন, সরকার ও সিটি কর্পোরেশন শিক্ষার আলোতে আলোকিত করার বিনিময়ে শিক্ষার্থীদের কাছে দেশপ্রেম প্রত্যাশা করে। নগরবাসীর সন্তানদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য সিটি কর্পোরেশন ভর্তুকি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে। তিনি বলেন, সার্টিফিকেটনির্ভর শিক্ষা দ্বারা আলোকিত মানুষ হওয়া যায় না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি। মেয়র ফলক উন্মোচন করে প্রতিষ্ঠানের অস্থায়ী ভবন উদ্বোধন করেন। পরে তিনি কৃতী ও মেধাবী এবং বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।