Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশকে কলুষিত করছে -এনামুল হক শামীম

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশকে কলুষিত করে। শিক্ষক রাজনীতির কারণে বলির পাঠা হয় ছাত্র-ছাত্রীরা। শিক্ষকরা শ্রদ্ধার, আমরা শিক্ষকদের সম্মান করি। শিক্ষক রাজনীতি হবে শিক্ষকদের কল্যাণে। আমাদের খেয়াল রাখতে হবে এর কারণে যেন ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয় কলঙ্কিত না হয়।’
গত শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী ‘মুক্তিসংগ্রাম নাট্যাৎসবের’ সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ঘাতকরা জানত না জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। তার প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এ যাবৎ যতবার বাজানো হয়েছে পৃথিবীর আর কোনো নেতার ভাষণ এতবার বাজানো হয়নি।’
জাবিতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী মুক্তিযোদ্ধা ডা: মো: মতিউর রহমান বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের হাতে যে অস্ত্র ছিল আজ আমাদের হাতে তা নেই। থাকলে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্রকারী জঙ্গিদের প্রতিরোধ করার জন্য আরো একটিবার মুক্তিযুদ্ধ করতাম।’
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক মো: আবুল হোসেন, বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাৎ হোসেন খান হিলু, নাট্য নির্দেশক আতাউর রহমান খান, সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, মিশুক মুনীরের সহধর্মিণী মঞ্জুলী কাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হাসান আরিফ, একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক বশির আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে সপ্তাহব্যাপী এ ‘মুক্তিসংগ্রাম নাট্যাৎসব’ শুরু হয়। এ নাট্যাৎসব থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষক

১৪ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ