Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্ট, ওয়ানডের পার্ফরম্যান্সে টি-২০ দলে মিরাজ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে সিরিজের আগে গিয়েছিলেন স্রেফ প্রস্তুতি ম্যাচ খেলতে। ওয়ানডে সিরিজ শেষে আবারও শ্রীলঙ্কায় যাচ্ছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এবার আর বাড়তি একজন নয়, মূল দলের অংশ হিসেবেই। ২০ বছর বয়সী পেস অলরাউন্ডার জায়গা পেয়েছেন বাংলাদেশের টি-টোয়ন্টি দলে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আছে আরও দুটি। একজন অবশ্য এর মধ্যেই হয়ে গেছেন দলের গুরুত্বপূর্ণ অংশ! টেস্ট ও ওয়ানডে শুরুতেই রাঙানোর পর এবার টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
সবশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টেয়োন্টি খেলা স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন নিউজিল্যান্ড সিরিজে ৭ উইকেট নেয়া পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চোটের কারণে নিউ জিল্যান্ড সিরিজে না খেলা মুশফিকুর রহিম অবধারিতভাবেই আছেন এবার। ওয়ানডে সিরিজে না খেললেও টিকে গেছেন দ্বিতীয় উইকেটকিপার নুরুল হাসান।
সা¤প্রতিক সময়ে যা পারফরম্যান্স, তাতে সাইফ উদ্দিনের ডাক পাওয়াটা খুব বিস্ময়কর নয়। গতকাল সেমি-ফাইনালে হেরে যাওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ দলের সেরা পারফরমার ছিলেন সাইফ, করেছেন ৩৭ রান। ৪ ম্যাচে ৭ উইকেট নেয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে করেছেন গুরুত্বপূর্ণ কিছু রান। এর আগে বিসিএলে তিন ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট, করেছিলেন একটি অর্ধশতক। জাতীয় লিগে চার ম্যাচে উইকেট ছিল ১০টি, করেছিলেন দুটি অর্ধশতক। নজর কেড়েছিলেন দেশের মাটিতে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।
চট্টগ্রাম ডিভিশনের এই ক্রিকেটারের হাতেখড়ি সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সহোদর কোচ নুরুল আবেদীন নোবেলের হাতে। নিজের সাম্প্রতিক ফর্মের কারণেই ফেনীর এই ক্রিকেটারকে দলে নিয়েছেন বলে জানালেন নির্বাচক নান্নু, ‘শ্রীলঙ্কা সফরের পর আমাদের সামনে আছে আয়ারল্যান্ড সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঐ দুটি ইভেন্টকে মাথায় রেখেই দলের বারসাম্য রক্ষার্থে সাইফের দলে অন্তর্ভুক্তি।’ এমন খবরে যারপর নাই খুশি এই পেস অলরাউন্ডার। নিজের অনুভূতি জানালেন এভাবে, ‘অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। গর্বের লাল-সবুজ জার্সি গায়ে চড়াবো। মাশরাফি ভাই, তামীম ভাইদের সঙ্গে খেলতে পারবো, ভেবেই আনন্দ লাগছে।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেস্ট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ