পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের উদ্যোগে সম্প্রতি ডাঃ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোল্লা সালাহ উদ্দীন আহমদ। কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এম শহীদ উদ্দিন আহমদ, ডাঃ মো. নাহিদুজ্জামান সাজ্জাদ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মো. আহসান উল্লাহ। বিভিনড়ব অঞ্চল থেকে আগত প্রায় দেড় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া শতাধিক রোগীর ফ্রি ডায়াবেটিস চেক করা হয়। উল্লেখ্য যে, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, নাক-কান-গলা, গাইনি, শিশু, বক্ষব্যাধি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নেফ্রোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারিসহ সব বিভাগের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া ১.৫ তেসলা এমআরআই, ১৬০স্লাইস সিটি স্ক্যান, ইটিটি ও ইইজি এর কার্যক্রম অব্যাহত আছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দীন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সিনিয়র অফিসার ও ইনচার্জ (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংক হাসপাতাল, ঢাকার ম্যানেজার মার্কেটিং মো. বেলাল উদ্দীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।