Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদের নামে অশান্তি ও ফ্যাসাদ সৃষ্টির কোন সুযোগ ইসলামে নেই-জমিয়তে উলামায়ে ইসলাম মহানগর সভাপতি

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদের নামে অশান্তি ও ফ্যাসাদ সৃষ্টির কোন সুযোগ ইসলামে নেই। যাবতীয় অশান্তি ও অস্থিরতা দূর করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই ইসলাম এসেছে। সকল প্রকার বর্বরতা ও নির্মমতার বিরুদ্ধে ইসলামের আগমন হয়েছে। পবিত্র কুরআন ও হাদীসের অগনিত স্থানে শান্তি ও সম্প্রীতির উপর গুরুত্বারোপ করা হয়েছে। সুতরাং যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে তারা ইসলাম সম্পর্কে ধারণাই রাখে না। গতকাল এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি শাইখুল হাদীস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী একথা বলেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, পবিত্র কুরআনে মুসলিম জাতিকে মধ্যপন্থী জাতি বলা হয়েছে। সুতরাং উগ্রতা ও চরম পন্থার কোন সুযোগ নেই। কুরআন ও হাদীসের এ সম্পর্কীয় নির্দেশনাসমূহ যদি স্কুল-কলেজে যতœসহ শিক্ষার্থীদের বুঝানোর সরকারী উদ্যোগ নেয়া হয়, তাহলেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সহজ হবে ইনশাআল্লাহ। তথাকথিত বুদ্ধিজীবীরা এদিকে কোন নজরই দিচ্ছেন না। মাওলানা আফেন্দী আরো বলেন হাদীসে পাওয়া যায়, “কুকুরকে পানি পান করিয়ে এক ব্যভিচারিণী মাগফিরাত লাভ করেছে। বিড়ালকে সেবা দিয়ে একজন নারী জান্নাতি হয়েছে। অন্য আরেক নারী বিড়ালকে বেঁধে রেখে খাদ্য না দিয়ে শাস্তি পেয়েছে”। তাহলে মানুষের জানমালের নিরাপত্তার গুরুত্ব কতখানি? তা সহজেই অনুমান করা যায়। হাদীসে পরিষ্কার বলা হয়েছে- প্রকৃত মুসলমান তো সে, যার হাত ও মুখ থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ