বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বরিশালের মুলাদিতে দলীয় জনসভায় বলেছেন, দেশে উন্নয়নের প্রধান বাধা জঙ্গিবাদ। যারা জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছে জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। জঙ্গি দমনে শুধু প্রশাসন নির্ভর হলে চলবে না। রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বরিশালের মুলাদী উপজেলার মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী রাশেদ খান মেনন আরো বলেন, বিএনপি-জামায়াত দেশে জঙ্গি দেখছে না। বরং জঙ্গি প্রতিরোধের কার্যক্রম নিয়ে নানা রকম উদ্ভট কথা বলছে। তিনি বলেন, দেশে বিএনপি-জামায়াত জোট সরকার আমলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তখনো তারা জঙ্গিবাদের পক্ষে সাফাই গেয়ে বলেছিল দেশে জঙ্গি বলতে কিছু নেই। সবই মিডিয়ার সৃষ্টি। মন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সেলিম চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মোঃ টিপু সুলতান এমপি, মোস্তফা লুৎফুল্লা এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বজলুর রহমান মাস্টার, বিশ্বজিৎ বাড়ই, আবদুল খালেক, দিপংকর সাহা দিপু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।