Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পরীর বিল এলাকায় রাজস্ব অর্থায়নে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরাম উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল হক চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিধান চন্দ্র দে, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ, নীল কমল বড়–য়া, সঞ্জিব চৌধুরী, কৃষক মিলন বৈদ্য ও ফরিদুল আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুট্টা

৩ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ