রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকাল ৯টার দিকে সাদা পোশাকে অস্ত্রধারী ১৮/২০ জন লোক ওই বাড়িতে প্রবেশ করে বাড়ির একটি কক্ষ থেকে মেসবাহ উদ্দিন (২২) ও তার ভাই মো. মাহফুজ (১৮) এবং তাদের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই মো. হাসিবুলকে তুলে নিয়ে যায়। এসময় তাদের ব্যবহৃত কক্ষ থেকে ইন্টারনেট সংযোগের বিভিন্ন যন্ত্রপাতি ও ধর্মীয় বইসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে যায় তারা। জানা যায়, মেসবাহ উদ্দিন ও মো. মাহফুজ আপন দুই সহোদর। তাদের বাবা আবু বকর দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। মাঝিবাড়ি এলাকায় বাড়িটি তাদের নিজেরই। এই বাড়িতে সোমবার রাতে বেড়াতে এসেছিলেন তাদেরই খালাতো ভাই মো. হাসিবুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।