Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমানদের নিকট থেকে জ্ঞান আহরণ করেই পাশ্চাত্য এখন সভ্যতার গর্ব করে-ড. সুভাষ চন্দ্র বিশ্বাস

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : নরসিংদী নবাগত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেছেন, মুসলমানদের মতে হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। প্রতিটি মুসলমানকে এই নবী মোহাম্মদ (সা.)-এর শ্রেষ্ঠত্বের গুণকে ধারণ করতে হবে। তাঁর চিন্তা-চেতনা ও দর্শন অনুযায়ী জীবন চর্চা করতে হবে। পাশ্চাত্যের জ্ঞানী গুণীরা যারা সভ্যতা নিয়ে গর্ব করেন তারা এক সময় মুসলমানদের নিকট থেকেই এই জ্ঞান-বিজ্ঞানে পারদর্শীতা অর্জন করেছিল। মুসলমানরা এক সময় জ্ঞান-বিজ্ঞানে যে পারদর্শীতা অর্জন করেছিল তা নিয়েই পাশ্চাত্যের লোকজন এখন গর্ব করে। আজকের দুনিয়ায় মুসলমানদের উচিত তাদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনা। তাদের জ্ঞান-বিজ্ঞানে পারদর্শীতা অর্জন করে শ্রেষ্ঠ গুণসম্পন্ন মানুষ হওয়া। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নরসিংদী ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফা নরসিংদীর উপ-পরিচালক আব্দুল্লাহ্্ আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী জেলা শিশুবিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান খান সজিব, নরসিংদী জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ