Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বধির ক্রিকেটে ভারতই সেরা

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বধির টি-২০ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছে ভারত। গতকাল মিরপুরস্থ সিটি ক্লাব মাঠে আসরের ফাইনালে ভারত ৩ উইকেটে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে। জবাবে ভারত ১৯.৫ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফাইনালে ভারতের জিতেন্দর ৭২ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। ১৯৩ রান ও ৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন বাংলাদেশের আকিব মাহমুদ। বিকালে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি এবং বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ