Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বধির টি-২০ এশিয়া কাপ ক্রিকেট

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মিরপুর সিটি ক্লাব মাঠে আগামীকাল শুরু হচ্ছে বধির টি-২০ এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দলগুলো হলো- স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আসরকে সামনে রেখে গতকাল বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচবাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান, সহ-সভাপতি গাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ও স্বাগতিক দলের কোচ আনিসুল ইসলাম ভূঁইয়া নিপু। আসরের শিরোপা জেতাই লক্ষ্য লাল-সবুজদের। এবং তাদের সেই যোগ্যতা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ বধির ক্রিকেট দলের কোচ নিপু। তিনি বলেন, ‘মাত্র একমাস কাজ করেছি বধির ক্রিকেটারদের নিয়ে। তাতেই আমি তাদের মধ্যে যে প্রতিভা দেখেছি, আশাকরি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।’
বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান বলেন, ‘টুর্নামেন্টে অংশ নিতে নেপাল আমাদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে। আমরা তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।’ বাংলাদেশ ছাড়া বিদেশি চার দেশের ৮০ জন খেলোয়াড়সহ একশ’জনের আবাসনের ব্যবস্থা করা হয়েছে মিরপুর ক্রীড়াপল্লীতে। ২১ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২২ মার্চ পাকিস্তান, ২৩ মার্চ ভারত, এবং ২৮মার্চ নেপালের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। সবগুলো ম্যাচই মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ