Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছর পর অভিনয় ফিরলেন মৌসুমী নাগ

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ে ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। গতকাল একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রায় দুই বছর পর আবারো অভিনয়ে নিয়মিত হলেন তিনি। এরমধ্যে প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করবেন। আলম আশরাফের নির্দেশনায় ‘মনতাক্ষীরানী’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২ এপ্রিল থেকে তিনি এই চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিবেন। মৌসুুমী বলেন, ‘একজন সাধারণ মেয়ের পতিতা হবার পর তার জীবনের গল্প তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। এতে কাজ করার জন্য মানসিকভাবে আমি প্রস্তুতি নিচ্ছি। সেই সাথে কেমন হতে পারে একজন পতিতার জীবন তা সম্পর্কেও জানার চেষ্টা করছি। আমি কাজটি নিয়ে খুব আশাবাদী। আশা করি, একটি ভালো কাজ হবে। অনেকদিন পর এরইমধ্যে নাটকে অভিনয় শুরু করেছি। সংসার এবং সন্তান অরিত্রকে নিয়ে বেশ ব্যস্ত সময় কেটেছে এতদিন। আবার নতুন করে নিজের অভিনয়ের আঙ্গিনায় ফিরে এলাম। বেশ ভালো লাগছে। সবাই বেশ আন্তরিকতা নিয়েই আমার ফিরে আসাটাকে গ্রহণ করেছেন।’ মৌসুমী নাগ সর্বশেষ ২০১৫ সালে আরিফ খানের নির্দেশনায় এনটিভিতে প্রচারিত ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যায়। এরপর আর নতুন কোন নাটকে তাকে দেখা যায়নি। বিরতির পর তিনি শৌর্য দীপ্ত সূূর্যের নির্দেশনায় ‘অপারেশন ৩৬০’ নামের একটি খন্ড নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরেছেন। মৌসুমী অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘ফিল মাই লাভ’। তবে তা এখনো মুক্তি পায়নি। তবে এরপর তিনি যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দুটিই মুক্তি পেয়েছে। একটি শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রার্থণা’ এবং অন্যটি তন্ময় তানসেনের ‘রানআউট’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই

৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ