Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপথাস আলসার

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আমাদের মুখে অনেক ধরনের আলসার বা ঘা দেখা যায়, তার কারণ আমরা কখনো জানি বা কখনো জানি না। কারণ জানা যায় না এমনি এক মুখের ঘা- এপথাস আলসার। মুখের যে কোন অংশে হতে পারে। যেমন- মুখের ভেতরে, জিহবায় ও ঠোঁটে। ঘা অগভীর, ব্যথাযুক্ত থাকে। সাদা আবরণে ঢাকা ও মার্জিন লাল থাকে। এটা বার বার হতে পারে।
জনসংখ্যার ২০-৩০% এই এপথাস আলসারে ভোগে। মেয়েদের বেশি হয় বিশেষ করে মাসিকের সময়। কঠিন আলসারের ক্ষেত্রে অন্যান্য রোগ বা সমস্যা মাথায় নিতে হবে। যেমন- ক্যানডিডা, হারপিস, সিফিলিস, টিবি ইত্যাদি ইনফেকশন বা এনএসএআইডি, এমটিএক্স, এসিইআই ইত্যাদি ওষুধ কিংবা μনস ডিজিজ, আলসারেটিভ কলাইটিস, ক্যান্সার, লিউকেমিয়া ইত্যাদি রোগ।যেহেতু নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। যেমন- ১) স্থানীয়ভাবে স্টেরয়েড পেস্ট, কোন কোন ক্ষেত্রে মুখেও স্টেরয়েড খাওয়া লাগতে পারে। ২) কোলিন-সেলিসাইলট জেল। ৩) টেট্রাসাইক্লিন মাউথ ওয়াস-২৫০মিগ্রাম ৫ মিলি পানিতে ৪ বেলা। ৪) মাল্টি ভিটামিন-মাল্টি মিনারেল। ৫) ব্যথার ওষুধ। এপথাস আলসার ৭ থেকে ১৪ দিনের ভেতর ভালো হয়ে যায়, কোন ক্ষত চিহ্ন থাকে না। এ ব্যাপারে আপনার চিকিৎসক আরো সুপরামর্শ দিতে পারবে।
প্রফেঃ ডাঃ একেএম মোখলেছুজ্জামান, এমআরসিপি,
কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন,
আসগর আলি হাসপাতাল, গেন্ডারিয়া।



 

Show all comments
  • Sanku Chandra Das ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১৮ পিএম says : 0
    10years raning for aphtous ulser very barning&painful sir kindly solution.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন