Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গিবাদের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে-ড. খন্দকার মোশাররফ

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : জঙ্গিবাদ নির্মূল করতে জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, জঙ্গিবাদের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে। আবার কোথাও নিমিষেই এসব ঘটনা হাওয়ায় মিশে যাচ্ছে। প্রকৃত জঙ্গিদের ধরা হচ্ছে না। জঙ্গিবাদ দমনে ঘটনার গভীরে যাচ্ছে না সরকার। জঙ্গিবাদ নিয়ে সরকারের এ আচরণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। জঙ্গিবাদ বেড়ে যাওয়ায় মানুষ আতংকিত হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া জঙ্গি দমনে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার এতে কোন সায় দেয়নি। তিনি গতকাল সোমবার কুমিলার দাউদকান্দি সদরে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গিবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ