Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় দরপত্র ক্রয় নিয়ে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ৫

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে এডিপির দরপত্র ক্রয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। সংঘর্ষের ঘটনায় পুলিশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটক করেছে। গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এডিপির দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান কামারুল আরেফিন এবং আওয়ামী লীগ নেতা পৌর মেয়র এনামুল হাজী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সন্ধ্যায় পৌর এলাকা থেকে পুলিশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বছরের এডিপির থোক বরাদ্দের ৩৩ গ্রুপের ১ কোটি ২০ লাখ টাকার কাজ ও পন্য ক্রয়ের দরপত্র বিক্রি শুরু হয় সোমবার। উপজেলা পরিষদ চত্বরে শুরু থেকেই ঠিকাদারদের দরপত্র ক্রয়ে বাধা দেয় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন এর লোকজন। বিকালে কামারুল আরেফিনের লোকজনের বাঁধা তোয়াক্কা না করে দরপত্র ক্রয় করতে উপজেলা পরিষদে যায় এনামূল হাজী গ্রুপের মজিবরসহ কয়েকজন। এ সময় কামারুল আরেফিন গ্রুপের পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দারসহ কয়েকজন তাদেরকে মারপিট করে। সংঘর্ষের ঘটনায় এনামূল হাজী গ্রুপের মজিবর রহমান (৪৫) ও কায়ছার রহমান (৩৫) সহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়াদ্দার পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ানে করা হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, উপজেলা পরিষদের এলজিডিই অফিসের মধ্যে দরপত্র ক্রয় নিয়ে দু’গ্রুপের উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বের করে দিই। পরে কি হয়েছে আমার জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ