Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার খোকসাতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১০:১৩ পিএম

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামে সোমবার সকাল ১১ টার সময় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিনা খাতুন(২০) নামে এক গৃহবধূ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামীর সাথে ঝগড়া এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিমান করে নিজ ঘরে ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
মৃত মোছাঃ মিনারা খাতুন (২০) খোকসা উপজেলার মালিগ্রাম মোঃ শামীম হোসেনের স্ত্রী।

মৃত মিনার পিতা আব্দুল মজিদের দাবি মিনার স্বামী শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা মেয়েকে হত্যা করে গলায় রশী দিয়ে ঝুলিয়ে রাখে।
স্থানীয় এলাকাবাসী ও পাড়া-প্রতিবেশীরা গৃহবধু মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার টফি কুন্ডু পরীক্ষা-নিরীক্ষার পর গৃহবধু মিনা কে মৃত ঘোষণা করেন।
মৃত মিনা খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কীর্তি নগর গ্রামের আব্দুল মজিদের মেয়ে।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, কিভাবে মৃত্যু হয়েছে গৃহবধূ মিনার, বিষয়টি সঠিকভাবে নিরূপণের জন্য লাশ সুরতহালেরপর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ