বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার মিরপুরে রেজাউল ইসলাম নামের এক কৃষকের ৩ বিঘা জমির ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে মাঠে রাখা ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত রেজাউল ইসলাম।
কৃষক রেজাউল ইসলাম বলেন,'শত্রুতা করেই আমার এত বড় ক্ষতি করা হয়েছে। আমার জমির ধান গুলো কী দোষ করল? জমিতে রাখা ধান গুলো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এতে আমার প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে। ধানের গাদায় আগুন দেওয়া রেওয়াজে পরিণত হয়েছে এই গ্রামে। প্রতি বছরই ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।'
আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল বলেন,বিষয়টি শুনেছি। আসলেই দুঃখজনক। মাঠের জমিতে রাখা ধানের গাদায় আগুন দেওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, 'বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনা জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।