নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এআরকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৩৫তম পুরুষ ও ১২তম মহিলা জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। তিন বছর পর আবার বসছে এ আসর। যার মহিলা বিভাগে অংশ নেবেন গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কৃতি ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, রুপা জয়ী সাথী ও রেশমারা। আগের আসরগুলোতে ছয়টি ইভেন্ট খেলা হলেও এবার প্রথম পুরুষ ও মহিলা দু’বিভাগেই নয়টি করে ইভেন্ট থাকছে। এআরকে গ্রুপ জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য তৈরী করা হয়েছে থিম সং। যা দেশের ভারোত্তোলনের কোন আসরে এই প্রথম। আন্তর্জাতিকমানের বারবেল সেট থাকছে এবারাই প্রথম। পৃষ্ঠপোষকতার অর্থের দিক দিয়েও (১৭ লাখ) সেরা এ আসর। এমন বড় অংকের অর্থ এর আগে কোন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছ থেকে পায়নি ভারোত্তোলন ফেডারেশন। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ওজন শ্রেণীগুলো হলো- ৫০, ৫৬, ৬২, ৬৯, ৭৭, ৮৫, ৯৪, ১০৫ ও ১০৫ ঊর্ধ্ব এবং মহিলা বিভাগের ওজন শ্রেণীগুলো হলো- ৪০, ৪৪, ৪৮, ৫৩, ৫৮, ৬৩, ৬৯, ৭৫ ও ৭৫ ঊর্ধ্ব। গতকাল সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এ সময় যুগ্ম সম্পাদক শাহজালাল মুকুল ও সদস্য মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।