Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে শন টেইট

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পেসার শন টেইট নিজের ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন। ৩৪ বছর বয়সেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন এই অজি ক্রিকেটার। টেইট সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৬-১৭ বিগ ব্যাশ টুর্নামেন্টে। তিনি হোবার্ট হারিকেনসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে প্রতিনিধিত্ব করেন। এছাড়া গত বছরের জানুয়ারিতে সিডনিতে অজিদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন টেইট। ভারতের বিপক্ষে টি-২০ ম্যাচে। ওই সিরিজ দিয়ে পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পান তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অফিসিয়াল সংবাদমাধ্যমকে টেইট বলেন, ‘সত্যি কথা বলতে আমি আরও কয়েক বছর খেলতে চেয়েছিলাম। আমি জানতাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের সঙ্গে প্রতিদ্বন্দ্বতা করাটা কঠিন হবে। আমার বয়স ৩৪ এবং মনে হচ্ছে মাঠে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে এটাই শেষ করার সময়।’
টেইট অস্ট্রেলিয়ার জার্সিতে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ২০০৭ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন টেইট। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা ৯৫টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবসর

১৬ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ