Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে চাপাতি ও হাসুয়াসহ ৫ যুবক আটক

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রোববার দুপুরে রাজবাড়ী জেলা সদরের মুলঘর উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় ঐ যুবকদের ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি ও বড় একটি হাসুয়া।
মুলঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মোল্লা বলেন, রোববার বিকেল চারটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলীর। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে অপরিচিত ১২ যুবক উপস্থিত হয়, তাদের প্রত্যেকের কাছে ব্যাগ ছিল, এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা একজনের ব্যাগ তল্লাশী করে। ঠিক ওই সময় তারা দৌড়ে পালানো চেষ্টা করে। স্থানীয়রা পাঁচ যুবককে আটক করে বাকি ৭ যুবক পালিয়ে যায়।এরপর তাদের ব্যাগ তল্লাশী করলে একটি চাপাতি ও বড় একটি হাসুয়া পাওয়া যায়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার মিয়া বলেন, মুলঘর উচ্চ বিদ্যালয়ের ঘটনার পর রাজবাড়ী থানার এস আই বদিয়ার রহমানসহ সঙ্গীয় ফোর্স জনতার আটক করা ওই পাচ যুবককে থানায় নিয়ে আসে। আটককৃত যুবকরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজিদ, বারবাকপুর এলাকার হোসেন সরদারের ছেলে রাহাত, একই এলাকার খলিলুর রহমানের ছেলে মাহাবুব আলম, বাবুল গাজীর ছেলে ফিরোজ গাজী, রাজবাড়ী সদর উপজেলার মক্তব হাসানের ছেলে মফিজ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, সেই পলাতক সাতজনকে আটকের চেষ্টা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ী

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ