Inqilab Logo

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি অমান্য কারীদের অর্থদন্ড

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:০৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের অভিযানের আজ সোমবার ১২জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত অনুমোদন বিহীন পশুর হাটসহ স্বাস্থ্য বিধি অমান্য কারীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনা করে ১৭টি মামলায় ৩৮হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারের পাশের মেহগণী বাগানে অনুমোদন বিহীন পশুর হাট ও বালিয়াকান্দি বাজারে স্বাস্থ্য বিধি অমান্য কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭টি মামলায় ৩৮হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, এই উপজেলাতে যদি কোন এলাকায় অনুমোদন বিহীন পশুর হাট লাগানো হয় এবং স্বাস্থ্য বিধি অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজবাড়ী

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ