Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের দারুণ শুরু

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বোলিং করার জন্য ওয়ার্মআপ করছেন ডেপি ডুমিনি। ওদিকে তখন চলছে মাঠের আলো পরীক্ষা। আম্পারের কাছ থেকে ঘোষণা এলো আজকের খেলা এই পর্যন্তই। হাসিমুখে মাঠ ছাড়লেন দুই নিউজিল্যান্ড ওপেনার টম লাথাম ও জিত রাভাল। দক্ষিণ আফ্রিকাকে ৩১৪ রানে গুটিয়ে দিয়ে কোন উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করা তো খুশি হওয়ার মতই ব্যাপার।
হ্যামিল্টনে বৃষ্টির বাধা ছিল কালও। যে কারণে খেলা কম হয়েছে ১৬ ওভারের মত। বড় বাধাটা আসে মধ্যাহ্ন বিরতির সময়। হাতে ছয় উইকেট ও ১২৩ রান নিয়ে দিন শুরু করা ডু প্লেসির দলের সংগ্রহ তখন ৭ উইকেটে ২৪৩। ডু প্লেসি ফিরেছেন ৫৩ রান করে। পরে কুইন্টন ডি কক ও শেষ ব্যাটসম্যান রাবাদার ঝড়ো ৩৪ রানের কল্যাণেই তিনশ’ পার করে প্রটিয়ারা। এর আগের টেস্টে নার্ভাস নাইনটিতে (৯১ রানে) আউট হওয়া ডি কক এবারো ফেরেন ৯০ রান করে। ওয়ানডে স্টাইলে ১১ চার ও ২ ছয়ে ১১৮ বলে তার ইনিংসটি সাজান উইকেট কিপার-ব্যাটসম্যান। আগের দিন দুই উইকেট পাওয়া হেনরি এদিনও নেন দুই উইকেট। গ্র্যান্ডহোমকে আগের দিনের দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বাকি চার উইকেটের তিনটি নেন ওয়াগনার, একটি স্যান্টনার।
জবাবে কেন উইলিয়ামসনের দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। ২৫.৩ ওভার কাটিয়ে দিয়েছেন কোন অঘটন ছাড়াই। ব্যক্তিগত ৪২ ও ২৫ রান নিয়ে আজ আবার দিন শুরু করবেন যথাক্রমে লাথাম ও রাভাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ