প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মিষ্টি জান্নাত রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের তিন জান্নাত এক্সপ্রেস নামে একটি ফ্যাশন হাউস খুলেছেন। ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন হয় গত শুক্রবার সন্ধ্যায়। উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেতা মিশা সওদাগর। আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা বিপাশা কবির, অমৃতা, চিত্রনায়ক শিপন মিত্র, চলচ্চিত্র নির্মাতা বুলবুল বিশ্বাস, চলচ্চিত্র প্রযোজক ফরমান আলী প্রমুখ। রিয়াজ বলেন, আমি অভিনেতা ছাড়াও একজন ব্যবসায়ী। আমার নিজস্ব ফুড টোয়েন্টিফোর টুগেদার নামের একটি রেস্টুরেন্ট রয়েছে। শিল্পী পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে পরিচিতি পাওয়া দোষের কিছু নয়। আমি জান্নাত এক্সপ্রেসের সাফল্য কামনা করি। মিশা বলেন, পৃথিবীর অন্যান্য দেশের প্রায় প্রতিটি শিল্পী অভিনয় ছাড়াও ব্যবসার সঙ্গে জড়িত। আমাদের দেশে এটা কম দেখা যায়। ব্যবসা করে বাড়তি উপার্জন করা যায় এবং এটা সম্মানজনক পেশা। মিষ্টি জান্নাত বলেন, রুচিশীল ও ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে জান্নাত এক্সপ্রেসে। আগামীতে এটাকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে বিস্তৃত করতে চাই। এছাড়া ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কেও শিগগির জান্নাত একেপ্রেসের শাখা চালু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।