বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলপুর উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় ট্রাক উল্টে তারাকান্দা উপজেলার একই পরিবারের স্বামী-স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ভালুকার মেহেরবাড়ি এলাকায় শুক্রবার ভোর রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ জন নিহত হয়। নিহত ১০ জনের মাঝে তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা গ্রামের একই পরিবারের ৫ জন। তারা হলেন- আজিজুল ইসলাম (৪৪), স্ত্রী রেজিয়া বেগম (৩৫), তিন সন্তান মেহেদি হাসান (১১), নয়ন (৯) ও সিজান (৩)।
তাদের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশ গ্রামের বাড়ি পৌঁছার পর শত শত মানুষ দেখতে এসে চোঁখের পানি ফেলতে থাকে। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়ে। দেখে মনে হয়েছে পুরো এলাকা যেন শোকে পাথর হয়ে গেছে। বাদ মাগরিব ঢাকিরকান্দা গ্রামের চিনাপুতি পাড়ায় নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে একই পরিবারের ৫ জনের লাশ দাফন করা হয়।
এ সময় উপস্থিত থেকে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্ত¦না জানান, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার শের মাহবুব মুরাদ, তারাকান্দা থানার ওসি মোঃ মাজহারুল হক, বালিখা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম দুদু, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শামছুল আলম রাজু, স্থানীয় সংসদ সদস্যের একান্ত সচিব হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।