Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঞ্জীবনের অদ্বিতীয়া বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : স্বাধীনতার মাসে লেজার ভিশনের ব্যানারে সঞ্জীবন চক্রবর্তীর ‘অদ্বিতীয়া বাংলাদেশ’ শিরোনামে একটি দেশের গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন জেড এইচ বাবু, ভিডিও চিত্রগ্রহণে ছিলেন জাহিদ ফেরদৌস অয়ন ও আর এ রনি। ভিডিওটির নির্দেশনা ও সম্পাদনায় ছিলেন নির্মাতা সোহাগ খান এসকে। গানের ভিডিওটিতে সামগ্রিক বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে দেশপ্রেম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ও চিত্র ফুটে উঠেছে এ গানটিতে। গানটি সম্পর্কে কন্ঠশিল্পী সঞ্জীবন চক্রবর্তী বলেন- এটি আমার কণ্ঠে প্রথম গান, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়েই গানটি করা। সবার আশির্বাদ, দোয়া ও ভালোবাসা চাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং যারা আমাকে প্রতিনিয়ত এ কাজটিতে অনুপ্রেরণা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ