বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক বলেছেন, দেশে দ্বীন ইসলাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সমন্বিতভাবে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, গির্জার পাদ্রী, কৃষক-শ্রমিক মাঝি সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসে কীভাবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভা ও স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক এম কে জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা মজিবুর রহমান হামিদী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, মুক্তিযোদ্ধা শফিউল আলম, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আব্দুল জলিল, মো: আজিজুল হক, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, তাওহিদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ। সভাপতির বক্তব্যে শেখ গোলাম আসগর বলেন, এক শ্রেণির লোক মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চায়। মুক্তিয্দ্ধু এ দেশের সকল শ্রেণির মানুষের সম্মিলিত সংগ্রামের নাম। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।
খেলাফত আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা মজিবুর রহমান হামিদী বলেন, দেশবরেণ্য আলেমে দ্বীন মরহুম হযরত হাফেজ্জী হুজুর (রহ:) একাত্তরে স্বাধীনতা যুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম বলে আখ্যায়িত করেছেন। তিনি সবসময় বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের পক্ষে কাজ করে গেছেন। কিন্ত আজ এক শ্রেণীর চিহ্নিত বামপন্থী হযরত হাফেজ্জী হুজুরকে স্বাধীনতাবিরোধী হিসেবে চিত্রিত করার অপপ্রয়াস চালাচ্ছে।
রাজধানীর নগরভবনের সামনের সড়ক থেকে হাফেজ্জী হুজুরের নাম মুছে ফেলার চক্রান্ত করছে। দেশপ্রেমিক জনতা এ হীন ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। অনুষ্ঠানে খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশিত স্মারক ‘চেতনা’র মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্যে ৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।