Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা হবে

নেপাল সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ানকুয়ান

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: চীনের প্রতিরক্ষামন্ত্রী চাং ওয়ানকুয়ান তিন দিনের সফরে গত বৃহস্পতিবার নেপাল পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন দেশটির ১৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। নেপালের প্রতিরক্ষামন্ত্রী বাল কৃষ্ণা কানের আমন্ত্রণে দেশটি সফর করছেন চাং। এ সফরকালে চীন-নেপাল যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারত চীনা প্রতিরক্ষামন্ত্রীর নেপাল সফরের ওপর কড়া নজর রাখছে। গত ১৫ বছরের মধ্যে এই প্রথম নেপাল সফর করছেন চীনের কোনও প্রতিরক্ষামন্ত্রী। কাঠমান্ডু পৌঁছেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দহালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়া নেপালের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উত্তম প্রাসাদ নাগলিয়া বলেছেন, নেপালের সামরিক বাহিনীকে সহায়তা সংক্রান্ত চুক্তি নিয়ে কাজ করছে বেইজিং ও কাঠমাÐু। নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যাশা করছে এ সফরের সময়ে যৌথ সামরিক মহড়ার বিষয়ে অগ্রগতি হবে। তবে এখনও এটি নিশ্চিত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক নেপালের একটি সামরিক সূত্র বলেছে, চীন-নেপাল যৌথ মহড়ার নাম সাগামাথা বন্ধুত্ব রাখা হতে পারে। সূত্র: হিমালয়ান টাইমস।



 

Show all comments
  • Rahman Sadman ২৫ মার্চ, ২০১৭, ১:৫৪ পিএম says : 0
    নেপাল তুমি চালিয়ে যাও।দিল্লিকে আর ভয় নয়,আর নয়-- গুরু- গুরু এবার সময় এসছে নিজের পায়ে দাঁড়ানোর।
    Total Reply(0) Reply
  • Asaduzzaman Asad ২৫ মার্চ, ২০১৭, ১:৫৫ পিএম says : 0
    নেপাল পারছে আর আমরা পারিনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ