Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিরঝিল লেক পাচ্ছে রোয়িং

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ রোয়িং ফেডারেশনের দুঃশ্চিন্তা দূর হচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য নিজস্ব ভেন্যু পাচ্ছে তারা। আর সেই ভেন্যুটি হচ্ছে হাতিরঝিল লেক। আগামী তিনি মাসের মধ্যে এই লেক রোয়িং ফেডারেশনকে বুঝিয়ে দেয়া হবে। এমনটাই জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। গতকাল নিজ কার্যালয়ে আন্তর্জাতিক রোইং ফেডারেশনের ডেভেলপমেন্ট কনসালটেন্ট কিন লী’র সঙ্গে আলোচনায় এ আশ্বাস দেন তিনি। ফলে দীর্ঘ দিন নিজস্ব ভেন্যু না থাকার আক্ষেপ ঘুচল রোয়িং ফেডারেশনের। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রোয়িংয়ের উন্নতির জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। তবে আমি মনে করি খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করার জন্য হাতিরঝিল লেকের বিকল্প নেই।’ কিন লী বলেন,‘ যেদিন হাতিরঝিলে রোয়িংয়ের উদ্বোধন হবে সেদিন আমি বাংলাদেশে ফের আসব। দু’দিনের বাংলাদেশ সফরের আজ (কাল) শেষ দিনে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎটি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তার আশ্বাস পেয়ে আমি খুশি। তিনি দেশের রোয়িংকে এগিয়ে নিতে চান।’ তিনি যোগ করেন, ‘যদি হাতিরঝিলের লেক বরাদ্দ দেয়া হয় এবং এখানকার নিরাপত্তা দেখে আমার মনে হয়, এই লেকে অনুশীলন করতে পারলে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশ সাফল্য বয়ে আনতে পারবে।’ এই আলোচনায় আরো উপস্থিত ছিলেন রোয়িং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক হাজী খোরশেদ আলম। এর আগে কিন লী সকালে রোয়িং ফেডারেশনের ট্রেনিং সেন্টারে স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুশীলন দেখেন। কিন লী কাল রাতেই চীনের উদ্দেশ্যে রওয়ানা হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতিরঝিল

৯ মার্চ, ২০২২
২৫ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ